দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় জীবন দিতে হলো এক গৃহবধূকে। ঘাতক স্বামী পালিয়েছে। নিহতের পিতা হত্যা মামলা দায়ের করেছেন।
শনিবার দিবাগত মধ্যরাতে দিনাজপুর সদর উপজেলার নশিপুর মোল্লাপাড়ায় স্বামী ফজলুর রহমান পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন স্ত্রী রাবেয়া বেগমকে (৪০)।
এলাকাবাসী জানান, ফজলুর রহমান পরকীয়া প্রেমের কারণে বেশ কিছুদিন ধরেই তার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। স্ত্রী রাবেয়া স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় শনিবার দিবাগত রাতে ফজলু পিটিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে বলে এলাকাবাসীর ধারণা। ঘটনার পর থেকে স্বামী পালিয়েছে।
নিহত রাবেয়ার পিতা বশিরউদ্দীন বাদী হয়ে জামাতা ফজলুর রহমানের নাম উল্লেখ করে শ্বশুড় ও শ্বাশুড়িসহ ৩ জনকে আসামি করে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ২২।
কোতয়ালী থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, রোববার সকালে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।