রংপুর থেকে জয়নাল আবেদীন: ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সকল প্রকার তামাক পণ্যের উপর উচ্চ হারে কর আরোপ ও তামাক পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ করার দাবি জানান তামাক বিরোধী মিডিয়া জোট-আত্মার রংপুর অঞ্চল। রোববার নগরীর গুপ্তপাড়ায় তামাক বিরোধী সংগঠন এসিডি’র এরিয়া অফিসে অনুষ্ঠিত আত্মার রংপুর বিভাগের আঞ্চলিক সভায় বক্তারা এ দাবি করেন।
সাংবাদিক বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিদিন ১৫৬ জন মানুষ তামাকজনিত রোগে ভুগে মৃত্যুবরণ করে। ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ভয়াবহতা থেকে রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি। আসন্ন জাতীয় বাজেটে বিড়ি, সিগারেট-জর্দ্দা-গুলসহ সকল তামাকপণ্যের উপর ২০শতাংশ হারে সম্পূরক করারোপ করে তামাক পণ্যকে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে।
তামাক কোম্পানী আইন লঙ্ঘণ করে তামাক পণ্য বিক্রয় কেন্দ্রে বিজ্ঞাপণ, লোগো ও রং ব্যবহার করে পণ্যের প্রমোশন, অপ্রাপ্ত বয়সীদের কাছে তামাক পণ্য বিক্রি করে যাচ্ছে। কম মূল্যের বিদেশী সিগারেট, পাতার বিড়ি, জর্দ্দা গুলের অবৈধ ব্যবসার কারণে নতুন প্রজন্ম তামাক সেবনে আসক্ত হয়ে স্বাস্থ্য ক্ষতির শিকার হচ্ছে। আত্মার সদস্য মেরিনা লাভলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মামুনুল ইসলাম, আলী আশরাফ, মাহাবুবুর রহমান, মাহাবুবুল ইসলাম এবং এসিডি’র প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন।