রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজনীতি ছাড়লেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইনুল হাসান চৌধুরী শান্ত। সোমবার সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে এ ঘোষণা দেন তিনি। গত ৫ জানুয়ারির আগে থেকেই রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন তিনি।
মাইনুল হাসান চৌধুরী শান্ত জানান, ব্যক্তিগত কারণে তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না। এছাড়া তিনি আর ছাত্র নন। এ কারণে ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করেছেন। পরিবার থেকেও রাজনীতি ছেড়ে দিতে চাপ ছিল বলে তিনি জানান।