রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। নগরীর লক্ষীপুর মোড় এলাকায় এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ রাজ কুমার সরকার, শিক্ষক নেতা মারুফ হোসেন, শাহাবুদ্দিন আহমেদ ও আশরাফুল হোসেন মূলতান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতকে দুর্নীতিবাজ উল্লেখ করে অবিলম্বে তাকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। এর আগে জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্ট শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দেয়।