রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পেয়েছেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক স্বাক্ষরিত ওই চিঠিতে কামরুজ্জামান কামরুকে দ্রুত দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে।
কামরুজ্জামান কামরু জানান, তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে নিয়োগ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি কাল মঙ্গলবার ঢাকা থেকে রাজশাহীতে ফিরে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাসিকের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে। বুলবুলের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ একাধিক নাশকতার মামলা আছে। এছাড়া আদালত তার নামে দেওয়া চারটি মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন।