রায়পুর (লক্ষ্মীপুর) মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (১১ মে) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য আইনুল কবির মনির, স্বপন পাটওয়ারী, আনোয়ার হোসেন বাবুল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনজুর কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ।