রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: ‘মাদককে না বলুন, মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই’- এ শ্লোগানে সোমবার দুপুরে (১১ মে) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির নেতৃত্ব দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার মো. আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, পৌর মেয়র এবিএম জিলানী, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা খালেদ, ওসি আব্দুল্লা আল মামুন ভূঁইয়া, যুব কর্মকর্তা ছালেহ আহম্মদ, রোটারিয়ান রফিকুল হায়দার চৌধূরী, আ.লীগ নেতা হাজী ইসমাইল খোকন, রফিকুল হায়দার বাবুল পাঠান, মো. শাহজাহান, জাপা নেতা আনোয়ার হোসেন বাহার, চৌধূরী অদুদ মৃধ্যা প্রমুখ।