লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে মফিজ উল্যাহ (৬২) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় পুলিশ উপজেলার চরলরেন্স এলাকার নিজ বসতবাড়ির পুকুরপাড় থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করেন।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) একে আজাদ জানান, রোববার রাতে মফিজ উল্যাহ ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। সোমবার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরপাড়ে একটি গাছের সঙ্গে গলায় গামছা পেঁছানো অবস্থায় মফিজ উল্যাহকে দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মফিজ উল্যার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।