শেরপুর থেকে হাকিম বাবুল: আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত শেরপুর পৌরসভার দোতলা পৌর অফিস ভবন ১০ মে রবিবার ফিতা কেটে ও ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এ উপলক্ষে নবনির্মিত অফিস ভবন চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি প্রমুখ বক্তব্য রাখেন।
শেরপুর পৌরসভা ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী খোরশেদ আলম জানান, পৌর কমপ্লেক্সে ৫০ শতক জমির উপর আড়াই কোটি টাকা ব্যয়ে দোতলা নতুন পৌর ভবন নির্মাণ করা হয়। ভবনটিতে প্রতি তলায় ৬ হাজার বর্গফুট করে ১২ হাজার বর্গফুট জায়গা রয়েছে, যাতে মেয়র, কাউন্সিলরদের অফিস সহ ২৫ টি কক্ষ রয়েছে। এছাড়া নির্মাণ করা হয়েছে একটি সুদৃশ্য গেইট। এডিপি ও নিজস্ব অর্থায়নে ৪ তলা ফাউন্ডেশনের এ ভবনটির দোতলা পর্যন্ত সম্পন্ন করা হয়েছে।