শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে হাইটেক পার্ক করা হবে। ষষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে মাল্টিমিডিয়া বই তুলে দেওয়া হবে। আগামী দুই বছরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে। সকল কলেজে হাইস্পীড ইন্টারনেট সেবা দেওয়া হবে। বিদ্যুৎবিহীন সাড়ে ৩ হাজার বিদ্যালয়ে সোলার প্যানেল দেওয়া হবে। নালিতাবাড়ী ও নকলায় আইটি টেকনিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।
১০ মে রবিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খাঁন।
কাপাসিয়া শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এম.এ. হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শিক্ষা অধিদপ্তরের নির্বাহী পরিচালক দেওয়ান খানজানা, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সংবর্ধনা সভায় উপজেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।