গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চক্ষু হাসপাতালের আয়োজনে এবং নার্সেস কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এ কর্মসূিচ পালিত হয়।
মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে সিভিল সার্জন এস এম সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিয়াজ আহম্মেদসহ নার্সরা অংশগ্রহণ করেন।
পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।