দিনাজপুরে পেট্রোলবোমা মামলায় ৩৩ জনের বিরুদ্ধে চার্জশীট, ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের মামলায় জামায়াত-বিএনপির ৩৩ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দেওয়ায় বিচারক মামলার পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর আদেশ প্রদান করেন।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বটতলী রাহবার কোল্ডষ্টোরেজের সামনে ৯ জানুয়ারি রাতে মালবোঝাই একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় চালক মফিজউদ্দীন (৪২) ও হেলপার সুমেজ আলী (২৫) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। ঘটনার পরদিন ১০ জানুয়ারি আহত ট্রাক চালক মফিজউদ্দীন দিনাজপুরের বীরগঞ্জ থানায় সন্ত্রাস প্রতিরোধ দমন আইনে জামায়াত-বিএনপির ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বীরগঞ্জ থানার এসআই গাফুর আলী সরকার তদন্ত শেষে ৩৩ জনের বিরুদ্ধে সোমবার বেলা ১১টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল হক চৌধুরীর আদালতে চার্জশীট দিলে বিজ্ঞ আদালত চার্জশীট গ্রহণ করে পালিয়ে থাকা ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর আদেশ দেন। এই মামলায় ১১ জন আসামি জেল হাজতে রয়েছেন।

চার্জশীটভুক্ত আসামির তালিকায় বীরগঞ্জ পৌর জামায়াতের আমীর এসএম হাদিউজ্জামান হাদি (৪৩), বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফয়জুর রহমানসহ জামায়াত-বিএনপির ৩৩ জন রয়েছেন।