দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে নাশকতা মামলার পলাতক আসামি জামায়াতের ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত পুলিশী অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি জামায়াতের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ঘোড়াঘাট উপজেলার মামুনুর রশিদ (৩৫), আনিসুর রহমান (৩৫), মমদেল হোসেন (৩০), বীরগঞ্জ উপজেলার আজিজুর রহমান (৪০) এবং নবাবগঞ্জ উপজেলার মকসেদ আলী (৪৮)। সোমবার বিকেলে আটক ৫ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।