শেরপুর থেকে হাকিম বাবুল: জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেরপুরে দাবা প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সভাকক্ষে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক নাজিমুল হক, শেরপুর ক্লাবের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, টুর্নামেন্টের সমন্বয়কারী হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মানিক দত্ত, যুগ্ম সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, কার্যনির্বাহী সদস্য ফরিদ আহম্মেদ লুলু, সাদেকুর রহমান, লুৎফর রহমান লুলু, সচিব জিন্নত আলী ছাড়াও প্রতিযোগতায় অংশগ্রহণকারী দাবাড়–রা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এবারের দাবা প্রতিযোগিতায় জেলার ৩০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রাথমিক পর্বে ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতির খেলা শেষে চূড়ান্ত পর্বে ১০ জনকে নিয়ে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দাবাড়– বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত ৪১ তম জাতীয় বাছাই দাবা চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের সুযোগ পাবেন।