শেরপুর থেকে এম. সুরুজ্জামান: গ্লোবাল উইক অফ এ্যাকশন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের শিশু ফোরামের আয়োজনে ও শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সোমবার বিকালে সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ হলরুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য জনসংখ্যা, পুষ্টি বিশেষ করে শিশু ও মাতৃ স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বাজেট, সেবার মান উন্নয়ন, গ্রাম পর্যায়ে দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, মা ও শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসাসহ শিশুদের সকল অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় এ সাংবাদিক সম্মেলনে।
শিশু ফোরামের সভাপতি মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাথী খাতুন ও সাধারণ সম্পাদক মো: আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, এডিপি ব্যবস্থাপক মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থাপক মি. অসীম সাংমা, শিক্ষা প্রকল্প ব্যবস্থাপক মি. ঝান্ডা ম্রী, কর্মকর্তা নম্রতা হাউই, স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা লুসিয়া চিছাম ও বনানী চিসিম প্রমুখ। সেই সাথে শেষ হয় গ্লোবাল উইক অফ এ্যাকশনের সমাপনী অনুষ্ঠান।