রংপুর অঞ্চলের ৫ জেলার ১০জন গুণি মাকে সম্মাননা

রংপুর থেকে জয়নাল আবেদীন: বিশ্ব মা দিবস উপলক্ষে রংপুর অঞ্চলের ৫জেলার ১০ গুণি মাকে মঙ্গলবার সম্মাননা  জানানো হয়েছে। এই ১০ গুণি মায়ের মধ্যে রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা: আব্দুর রউফের মা উত্তরের প্রথম নারী চিকিৎসক ডা: হোমায়রা খানমকে দেওয়া হয়েছে (মরনোত্তর) সম্মাননা। বাকি ৮জন মা এসেছিলেন লালমনিরহাট, কুড়িগ্রাম দিনাজপুর এবং পঞ্চগড় জেলা থেকে।

CHONDONA
রংপুর অঞ্চলের ৫জেলার ১০ গুণি মাকে সম্মাননা জানানো হয়

রংপুর টাউন হল মঞ্চে নগরীর ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে  এই গুণি মা-দের সম্মাননা  প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা: ইয়াসমীন আরা হক চন্দনা, মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এলাহী ফারুক