রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়াডের্র নানা সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাপা’র জাতীয় ছাত্র সমাজের ছাত্র বিষয়ক সম্পাদক আরবিনা হোসেন।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, রংপুর পৌরসভা থেকে সিটি কর্পোরেশন উন্নিত হলেও নগরীর জুম্মা পাড়ায় কোন উন্নতি হয়নি। এমনকি ড্রেনেজ অব্যবস্থাপনা, রাস্তায় ময়লা অবর্জনার স্তুপ হয়ে থাকলেও সুইপার ঝাড়ুদার না থাকায় বেশ কয়েকটি সড়ক চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে নগরীর উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সম্পাদক এসএম ইয়াসির।