ঈশ্বরদীতে বাস চাপায় নিহত ১, গুরুতর আহত ২

ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে যাত্রীবাহী বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং দু’জন আহত হয়েছেন। নিহত যুবক হলো ইস্তা ভেলুপাড়া গ্রামের রঞ্জুর ছেলে হাসান (২৭)। আহতরা হলেন, একই এলাকার মুক্তার হোসেনের ছেলে রোকন ও ইসরাইলের ছেলে ইমদাদ। আহতদের প্রথমে ঈশ্বরদী ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ishwardi-15,5,15-1-1
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানায়, পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে আসা রাশেদা পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি সিএনজিকে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক হতে থেকে আসা মোটর সাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক হাসান মারা যায়। আহত অপর দু’জনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে।