দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে পারিবারিক কলহের কারণে বিষপানে মা ও মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ খালেকুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে ১১টায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার বাসিন্দা ও ঠাকুরগাঁওয়ে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য মো. হারুন-অর-রশীদের স্ত্রী কোহিনুর বেগম কেয়া (২৭) ও তার মেয়ে তৃষ্ণা (৫) বিষপানে আত্মহত্যা করেন।
দীর্ঘদিন ধরে কেয়ার সাথে শাশুড়ি রেফুন বেগমের (৬৫) পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতে বউ-শাশুড়ির মধ্যে বাদানুবাদ হওয়ার পর মা-মেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত তাদের কোনও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মা-মেয়ের লাশ উদ্ধার করেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশের পাশ থেকে কেয়ার লেখা একটি চিরকুটে লেখা ছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ময়নাতদন্ত শেষে মা-মেয়ের লাশ যেন দাফনের জন্য দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাবার বাড়িতে পাঠানো হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।