শেরপুর থেকে হাকিম বাবুল: ফসলের মৌসুমে এখন শ্রমিক সংকট প্রকট। শ্রমিকের উচ্চ মুল্য ও সংকট বিবেচনায় খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি খামার যান্ত্রিকীকরণের লক্ষ্যে সরকার কৃষিতে নতুন নতুন প্রযুক্তি প্রবর্তনের চেষ্টা করছে। শেরপুরে ‘কম্বাইন হারভেস্টার’ নামে একসাথে ধান কাটা-মাড়াই-ঝারাই করা যায় এমন এক যন্ত্রের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার জঙ্গলদী গ্রামে বোরো আবাদে ‘কম্বাইন হারভেস্টার’ যন্ত্রের এ প্রদর্শনীতে এলাকার শত শত কৃষাণ-কৃষাণী উপস্থিত থেকে যন্ত্রটির ধান কাটা-মাড়াই-ঝারাই স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এ সময় কৃষাণ-কৃষাণী ও কৃষি কর্মকর্তরা আশাবাদ ব্যক্ত করে বলেন, কৃষি ক্ষেত্রে যন্ত্রটি নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।
প্রদর্শনী মাঠ দিবসে খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ইউপি মেম্বার মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, স্থানীয় কৃষক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। প্রদর্শনী মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।