শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসচাপায় তিন মোটর সাইকেলের আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওই উপজেলার ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

তবে ওই তিন যুবকের বাড়ি মৌলভীবাজায় জেলায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ইউসুফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।