গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র ট্রেনের ভিতরে বৃহস্পতিবার রাতে যাত্রীদেরকে অজ্ঞান করে টাকা পয়সা ও মোবাইল সেট লুট করে নেয় অজ্ঞান পার্টির দল।
রাত ১০ টার দিকে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে এসে থামার পর যাত্রীরা অজ্ঞান অবস্থায় তিন জনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে এদের মধ্যে গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের যশরা গ্রামের নাজীম উদ্দীনের ছেলে কাউছার (২০) ও পাশের হোসেনপুর উপজেলার চর হাজিপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে জুবায়ের হেসেনকে (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোসলেহ উদ্দীন সত্যতা স্বীকার করে বলেন, পানের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে যাত্রীদের অজ্ঞান করে জিনিসপত্র নিয়ে চম্পট দেয় অজ্ঞান পার্টির দল।