রংপুর থেকে জয়নাল আবেদীন: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ২০১৫-১৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি সভায় রংপুরে ব্যবসায়ী বক্তারা বলেছেন, যখন যে সরকার ক্ষমতায় থাকেন তাদের আজ্ঞাবহ ব্যবসায়ী নেতাদের দিয়ে কমিটি করা হয়ে থাকে । ফলে ওইসব নেতারা ব্যবসায়ীদের স্বার্থের দিকে দৃষ্টি না দিয়ে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করে থাকেন ।
শুক্রবার রাতে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে পরিচিতি সভায় রংপুর বিভাগের ৯টি চেম্বারের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
রংপুর চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে পরিচিতি সভায় রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের প্যানেলে ভোট প্রার্থনা করে বক্তব্য দেন এফবিসিসিআইর বর্তমান সিনিয়র সহ-সভাপতি বর্তমান প্রার্থী মনোয়ারা হাকিম আলী, পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালক সেরাজুল হক, আবুল কাশেম আহমেদ, দেওয়ান সুলতান আহমেদ। এর আগে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেলের প্রত্যেক প্রার্থীকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয় ।