কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিড়াপারা পার-সাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার বেলা সাড়ে চারটার সময় বেকুটিয়া গ্রামের মো. নুরুল আলমের মেয়ে লিমা (৩)বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় লিমা পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে কাউখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।