গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের কাশিয়ানীতে মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম ও ঘুষ গ্রহণ করে রক্ষা পেল না ম্যানিজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক। ঘুষ নেওয়ার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা ও সুমদয় টাকা স্কুলফান্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় এ রায় ঘোষণা করা হয়।
উপজেলার সিংগা কেসিসি এম হাই স্কুলে সুমন সরকার, বিউটি রানী বাইন, স্বরস্বতী সরকারকে সহকারি শিক্ষক ও দেবব্রত মল্লিককে অফিস সহকারি হিসাবে নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অসিম সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র বিশ্বাস। এ বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা পবিত্র সরকার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিরুজ্জামান বাদী ও অভিযুক্ত দুই পক্ষকে বৃহস্পতিবার নিজের অফিসে শোনানির জন্য সময় দেন। এক পর্যায় ম্যানেজিং কমিটির সভাপতি অসিম সরকার ও প্রধান শিক্ষক শ্রীবাস বিশ্বাস ৪ লাখ ২০ হাজার টাকার নিয়োগ বাণিজ্যের কথা স্বীকার করেন। এ ছাড়া বিদ্যালয়ের মূল্যবান দুইটি মেহগনি গাছ বিক্রি করে এবং পুকুরের লিজ দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা অবৈধ্যভাবে নিজেদের পকেটে নেওয়ার কথা উপজেলা নির্বাহী অফিসারের সামনে স্বীকার করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিরুজ্জামানের ভ্রাম্যমান আদালত ঘুষের ৪ লাখ ২০ হাজার টাকা এবং গাছ বিক্রি ও পুকুর লিজের ১ লাখ ২০ হাজার টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দেওয়ার আদেশ দেন। সেই সাথে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ ও শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণের অপরাধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস বিশ্বাসকে ২০ হাজার টাকা, সভাপতি অসীম সরকারকে ১০ হাজার টাকা এবং এসব কাজে সহযোগিতা করার অপরাধে সদ্য নিয়োগকৃত শিক্ষক সুমন সরকারকে ১০ হাজার টাকা জারিমানা করেন।