লক্ষ্মীপুরে কমিটি গঠন নিয়ে বিরোধে মসজিদ কক্ষে আগুন!

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদ কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার পাটারীরহাট ইউনিয়নের আচু হাওলাদার জামে মসজিদে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এতে মসজিদের ইমামের কক্ষে থাকা তার (ইমামের) জামা-কাপড় এবং কোরআন-হাদিসের বইসহ ইমামের কক্ষটি আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করে মসজিদের ইমামের কক্ষে আগুন জ্বলতে দেখেন। এ সময় তারা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে কক্ষে থাকা ইমামের জামা-কাপড়, কোরআন-হাদিসের ২০টি বই ও আসবাবপত্র পুড়ে যায়।

তারা আরও জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে গত দুই থেকে তিন মাস ধরে স্থানীয় আমির হোসেন মাঝী ও মো.খোকনের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে শুক্রবার (১৫ মে) জুমা’র নামাজের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুসল্লীদের উপস্থিতিতে মসজিদ পরিচালনার নতুন কমিটি গঠন করা হয়। এতে স্থানীয় আবদুল বাকী হাওলাদারকে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সেক্রেটারি করা হয়। গঠিত ওই কমিটির পদবঞ্চিতদের কেউ ক্ষুব্ধ হয়ে মসজিদে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন বলে তারা ধারণা করছেন।

মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানও একই আশঙ্কা প্রকাশ করে জানান, ঘটনার সময় তিনিসহ কেউই মসজিদে ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা মসজিদে আগুন দিয়ে পালিয়ে যায়।

মসজিদ পরিচালনা কমিটির নতুন সভাপতি আবদুল বাকী হাওলাদার জানান, এ ঘটনায় মসজিদের পক্ষ থেকে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।