ইয়াবা বিক্রেতা জামাই শাশুড়ি আটক

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ১ হাজার ৪৩১ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকাসহ মাদক বিক্রেতা জামাই-শাশুড়িকে আটক করেছে র‌্যাব। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ীর কানাইডাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীর কানাইডাঙ্গা এলাকার শাহনাজ পারভীন পলি (৪৫) এবং তার জামাতা উপজেলার বিয়ানাবোনা এলাকার আল শাহরিয়ার বিদ্যুৎ (৩০)।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর জামান জানান, সকালে গোপেন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। র‌্যাবের আগমন টের পেয়ে মামুন পালিয়ে গেলেও বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৩১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মামুনের স্ত্রী পলি ও জামাতা বিদ্যুৎকে আটক করা হয়। পরে তাদের গোদাগাড়ী মডেল থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।