মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে বিএডিসি’র বীজ আলু হিমাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্প-পিএমইউ’র আওতায় ২ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার ওই বীজ হিমাগার নির্মাণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
শনিবার প্রতিষ্ঠানটির মধুপুর কাকরাইদে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। বিএডিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনডিসি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, আইডিবি জেদ্দা’র সিনিয়র ইকোনোমিস্ট আলী মুহাম্মদ খান, টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন, আইডিবি কান্ট্রি
রিপ্রেজেনটেটিভ মো. ইকবাল করিম, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান, কৃষক প্রতিনিধি বেনেডিং মাংসাং, আব্দুল ক্দ্দুুস প্রমুখ।