রংপুর থেকে জয়নাল আবেদীন: পরিমিত ওজন, নিয়ন্ত্রিত রক্তচাপ, প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটলে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা স¤ম্ভব। এছাড়াও চর্বিযুক্ত খাবার কম খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। এসব স্লোগান এবং “আপনার রক্তচাপ সম্পর্কে জানুন” এই মূল প্রতিপাদ্য নিয়ে রোববার বিভাগীয় নগরী রংপুরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব^ উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে সকালে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধাপ এলাকায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারস্থলে এসে শেষ হয়। এর আগে সেখানে ফিতা কেটে র্যালির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: জাকির হোসেন ।
এ সময় বক্তব্য রাখেন রংপুর হাইপারটেনশন এ্যান্ড রিসোর্স সেন্টারের সেক্রেটারি জেনারেল ডা: শাহ মো: সরওয়ার জাহান, রংপুরের সিনিয়র চিকিৎসক ডা: মফিজুল ইসলাম মান্টু, শিশু বিশেষজ্ঞ বিকাশ মজুমদার এবং ব্যবস্থাপক আনোয়ার হোসেন। উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ বক্তারা বলেন, দেশের শতকরা ২৫ থেকে ৩৫ ভাগ মানুষ উচ্চরক্তচাপ রোগে আক্রান্ত। রংপুর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী রংপুর অঞ্চলে এ রোগের হার শতকরা ৩৩জন।
র্যালিতে অংশ নেন চিকিৎসক, আইনজীবি, কৃষিবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।