পাবনা সুগার মিলের এমডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চার সপ্তাহের মধ্যে সিবিএ নির্বাচন অনুষ্ঠান না করায় পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: আবুল কালাম আজাদকে আদালত অবমাননার মামলায় অভিযুক্ত করা হয়েছে। ১২ মে মামলার বাদী ঈশ্বরদীর ইব্রাহিম হোসেন ও রকিবুল ইসলামের দায়েরকৃত ১৪১ নং আদালত অবমাননার মামলায় বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি কাশিফা হুসাইনের বেঞ্চ আদালতের নির্দেশ অমান্য করার জন্য কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না-এই মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন।

ঘোষিত সিডিউল অনুযায়ী ২৭ জানুয়ারি পাবনা সুগার মিলের সিবিএ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সূত্র জানায়, নির্বাচনের দুই দিন আগে পাবনার জেলা প্রশাসক নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ না থাকার অজুহাতে ম্যাজিষ্ট্রেট দিতে অস্বীকৃতি জানালে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন বন্ধ করে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিলের শ্রমিক নেতা ও নির্বাচনে সভাপতি প্রার্থী ইব্রাহিম হোসেন এবং সদস্য প্রার্থী রকিবুল ইসলাম হাইকোর্টে রীট পিটিশন করলে বিচারপতি মির্জা হুসাইন হায়দার ও বিচারপতি ভবানী প্রসাদ সিন্হার বেঞ্চ ২২ ফেব্রুয়ারি ৯৫৯ নম্বর আদেশে চার সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেন। শ্রমিকরা জানান, ব্যবস্থাপনা পরিচালক এই আদেশ অমান্য করে চার সপ্তাহ পূর্ণ হওয়ার এক দিন আগে আপীল বিভাগে এই আদেশের স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে আপীল বিভাগ স্থগিতাদেশ না দিয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন। এরই মধ্যে বাদী পক্ষ শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য রিট পিটিশন দাখিল করেন।

এ ব্যপারে পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: আবুল কালাম আজাদের সাথে মোবাইলে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি আদালতের নির্দেশনার কাগজ কার কাছ থেকে পেয়েছেন জানতে চান। এ সময় সোর্সের নাম জানাতে অস্বীকৃতি জানালে এমডি জানান, ‘ব্লাডি সোর্সের’ নাম না বললে আমি কোনও প্রশ্নের উত্তর দিবনা।