বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে সরকারি বিধি অনুযায়ী বিনামূল্যের ওষুধের চার্ট বোর্ডে লেখা বাধ্যতামূলক হলেও তা মানছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে রোগীদের জন্য সরকারি বিনামূল্যের ওষুধের তালিকা বোর্ড থাকলেও তাতে নেই কোন ওষুধের নাম।
দেশের সকল সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যের ওষুধের তালিকা প্রতিদিন বোর্ডে লেখার নিয়ম রয়েছে। কিন্তু শেবাচিম হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসকরাই জানেননা হাসপাতালে ওষুধের তালিকার কথা। এ বিষয়ে হাসপাতালের একাধিক সূত্র সংকটের কথা বললেও কোনও দিনই ওই তালিকা প্রকাশ করেন না। কারণ হিসেবে রোগীরা বলেন, তালিকা টানালে স্টাফদের চুরি ধরা পরে যাবে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিনামূল্যের ওষুধের তালিকা বোর্ডে লেখার দায়িত্ব ফার্মাসিস্ট হাবিবুর রহমানকে দেওয়া হলেও সে বোর্ডে লিখছেন না। তাই দূর-দূরান্ত থেকে হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনরা জানতে পারছে না হাসপাতালে কত প্রকার ওষুধের সরবরাহ রয়েছে। হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, হাসপাতালে বিনামূল্যে ওষুধ সাপ্লাইয়ের ব্যাপারে কিছুই জানেন না তারা। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক বলেন, জনবল সংকট থাকার কারণে বিনামূল্যে ওষুধের চার্ট লেখা হচ্ছে না। তবে চার্ট লেখার দায়িত্বে থাকা ফার্মাসিস্ট হাবিবুর রহমানের ব্যাপারে কিছুই জানেন না তিনি।