শেরপুরে আইসিটি কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর থেকে রেজাউল করিম: শেরপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে শনিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কম্পিউটার পরিচিতি, ব্যবহার, গ্রাফিক্স তৈরি, সম্পাদনা, ইন্টারনেট ও এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেন আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব নজরুল ইসলাম মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, কর্মসূচি সমন্বয়কারী এবিএম শফিক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালার বিভিন্ন পর্বে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।