উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শেরপুর আওয়ামী লীগের সম্মেলন

হাকিম বাবুল, শেরপুর: উৎসবমুখর পরিবেশে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বেলা সাড়ে ১২টায় মঙ্গলবার দুপুরে শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সম্মেলনের উদ্বোধন করেন।সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিইআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রধান বক্তা  ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে মধ্যে অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, সভাপতিমণ্ডলীর  সদস্য কাজী জাফরুল্লাহ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বিশেষ অতিথি হিসেব সম্মেলনে যোগ দিয়েছেন।

awami leage council sherpur
সম্মেলনে আগত নেতা-কর্মীদের একাংশ।

সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। সকাল থেকেই শেরপুর সদর ও
অন্যান্য উপজেলা থেকে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে সম্মেলনস্থলে হাজির হন।

দলীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ পর শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালের ২৩ অক্টোবর।