গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

হায়দার হোসেন, গোপালগঞ্জ:  পূর্ব শত্রুতার জের ধরে লাহু মোল্লা ওরফে লাক্কু মোল্লা (৬৩) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামে তাকে হত্যা করা হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সদস্য মাক্কু মোল্লা (৬৫)। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা প্রতিপক্ষের তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, পাইককান্দি ইউনিয়নের বর্তমান ইউপি মেম্বার মাক্কু মোল্লা ও সাবেক মেম্বার খোকন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছিল। দু গ্রুপের মধ্যে আগে একাধিকবার সংঘর্ষ, হানাহানি ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।

লাক্কু মোল্লার লাশ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কাশিয়ানিতে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

কাশিয়ানী উপজেলার মিয়াজীর কান্দি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই রথীন্দ্রনাথ তরফদার জানিয়েছেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগেই তাকে হত্যা করে ওখানে ফেলে রাখা হয়েছে।

মুকসুদপুরে ৪ মাদকসেবীর দণ্ড

মুকসুদপুর উপজেলায় জলিরপাড় ও রাঘদী ইউপি এলাকা থেকে চারজন মাদক সেবনকারীকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালত দিলে তাদের অপরাধ ভেদে দণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবনকারী বিষ্ণুপদ মন্ডলকে (৩০) ছয়মাসের জেল এবং আবু সাইদকে (২০) একমাসের জেল ও মামুন শেখ (১৯) এবং সজীব শেখ (২০) নামের দুজনকে সাড়ে ৪ হাজার টাকা করে জরিমানার রায় দেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের বিচারক মু. খায়রুজ্জাামান এ সাজা প্রদান করেন।

মঙ্গলবার সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এসআই গিয়াসউদ্দিন নেতৃত্বে অভিযান চালিয়ে জলিরপাড়ও রাঘদী ইউপি এলাকা থেকে চারজনকে গাঁজাসহ আটক করে পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। সাজাপ্রাপ্তদেরকে কারাগারে পাঠানো হয়েছে।