রবিউল হাসান রবিন, কাউখালী, পিরোজপুর: কাউখালীতে আজ মঙ্গলবার পানিতে ডুবে এক শিশু মারা গেছে। উপজেলার চিড়াপারা পার-সাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গুচ্ছগ্রামের বাসিন্দা কাউয়ুম হাওলাদারের ছেলে রোমান (৫) বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় সকলের অজান্তে রোমান পানিতে পড়ে যায়। পরে তাকে তুলে কাউখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে গত চারদিনে কাউখালীর চিড়াপারা পার-সাতুরিয়া ইউনিয়নে পানিতে পড়ে তিন শিশু মারা গেছে।