মাসুদের ওপর আক্রমণের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

আবু নাছের মঞ্জু, নোয়াখালী: সামাজিক ও মানবাধিকার আন্দোলনের নেতা, অনলাইন এ্যাক্টিভিস্ট, উন্নয়ন সংগঠক নুরুল আলম মাসুদের ওপর সন্ত্রাসী  আক্রমণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে সকালে উদ্বিগ্ন নাগরিক সমাজ।  নোয়াখালী টাউন হলের মোড়ে প্রধান সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের নেতৃবন্দ অংশগ্রহণ করেন।

তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর, জাতীয় সম্পদ রক্ষা কমিটির সভাপতি আ ন ম জাহের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের জিপি কাজী মানছুরুল হক খসরু, গণজাগরণ মঞ্চের সংগঠক নাজমুস সাকিব পারভেজ, শ্রমিক নেতা জাফর উল্লাহ বাহার, খাদ্য অধিকার প্রচারাভিযানের সদস্য সচিব আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, দৈনিক নোয়াখালী সময়ের সম্পাদক নাসির উদ্দিন বাদল প্রমুখ।

বক্তারা নুরুল আলম মাসুদের ওপর সন্ত্রাসী  আক্রমণ ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।

attacks on nurul alam masud protested
উন্নয়ন সংগঠন মাসুদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন।

১৬ মে নোয়াখালী জেলা শহরে মানবাধিকার ও সামাজিক আন্দোলনের নেতা, উন্নয়ন সংগঠন পাটিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদের ওপর আক্রমণের ঘটনা ঘটে। ভোর সাড়ে তিনটায় তিনি মাইজদী হাউজিং এস্টেটের বাসা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে পায়ে হেঁটে বাস কাউন্টারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নোয়াখালী সরকারি আবাসিক এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তার নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। মুখোশধারী দুর্বৃত্তরা তাকে শারীরিকভাকে নাজেহাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নুরুল আলম মাসুদের গতিরোধ করে দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার বিষয়টি জানার পর অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।