জয়নাল আবেদীন, রংপুর: হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র ২০১২ নিয়ে রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় অবহিতকরণ কর্মশালায় বক্তারা বলেছেন, কেন্দ্রীয়ভাবে কৌশলপত্রটি বাস্তবায়নের আগে মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন প্রয়োজন। বিশেষ করে শহরে পর্যাপ্ত সংখ্যক টয়লেট নির্মাণ, সরকারি দফতরগুলোতে মানসম্মত টয়লেট নিশ্চিত করা, পৌর এবং সিটি কর্পোরেশনসমূহের স্বাস্থ্য পরিদর্শকদের সক্রিয় করা জরুরি। এছাড়াও স্বাস্থ্যাভ্যাস বিষয়ে প্রথমে পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়ানো দরকার।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় আর ডি আর এস রোকেয়া হল মিলনায়তনে ওয়াটার এইড বাংলাদেশ কর্মশালার আয়োজন করে। অতিরিক্ত বিভাগীয় কমিমনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, স্থানীয় সরকার পরিচালক মো. আব্দুল মজিদ, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় মুখার্জি, রংপুর জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, নীলফামারী পৌর মেয়র দেওয়ান সুলতান কামাল ।
কৌশলপত্র উপস্থাপন করেন হাইজিন ও স্যানিটেশন বিশেষজ্ঞ শাহজাহান আলী । হাইজিন প্রসারের কৌশলপত্র ও প্রামাণ্যচিত্র উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনায় অংশ নেন নরংপুর জেলা সিভিল সার্জন ডা. মোজাম্মেল হোসেন, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাহবুব হোসেন, আবু তাহের মিয়া, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদসহ অন্যরা । কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন, শিক্ষা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ প্রায় ১০০ জন অংশ নেন ।
শিক্ষার মানোয়ন্ননে তারাগঞ্জে মতবিনিময়
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মানসম্মত শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, শিক্ষাই জাতি গঠনের চালিকাশক্তি, আমাদের নতুন প্রজন্ম বিশ্ব দরবারে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতন হতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক সমাজের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মানসম্মত শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল মান্নান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, সাহিত্যবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।