রেজাউল করিম, শেরপুর: আড়াই কেজি গাঁজাসহ জামাই আর শাশুড়িকে আটক করেছে শ্রীবরদী থানার পুলিশ। মঙ্গলবার উপজেলার মাটিফাটা গ্রামের জসিমের বাড়ির পাশে ক্রেতা সেজে পুলিশ তাদেরকে আটক করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আটককৃতরা হলো, কর্ণঝোড়ার পশ্চিম বাজার এলাকার দেলোয়ার হোসেন দেলুর ছেলে দুলাল মিয়া (৩০) ও তার শাশুড়ি রোকেয়া বেগম (৪৫)।
শ্রীবরদী থানা সূত্র জানায়, দীর্ঘদিন থেকে জামাই-শাশুড়ি মিলে মাদক বেচে আসছে। ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিল্টনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এতে গাঁজাসহ তারা ধরা পড়ে। পরে তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।