মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকা থেকে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোবাইল সেটসহ মনোয়ারা বেগম হনুফা (৬৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব।
র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে নিকলী ভবন সংলগ্ন রাস্তার উপর থেকে হনুফাকে ফেনসিডিলসহ আটক করে। তিনি ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার মৃত লায়েস মিয়ার স্ত্রী। উদ্ধারকৃত মালামালসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।