গোপালগঞ্জে ফল উৎসব

গোপালগঞ্জে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। জৈষ্ঠ্য মাস উপলক্ষ্যে সোনালী স্বপ্ন একাডেমি এ উৎসবের আয়োজন করে। বুধবার সকালে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবের উদ্ধোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুল ইসলাম। এ সময় তার স্ত্রী তৈয়বা মমতাজ বেগম, সোনালী স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজমুল ইসলাম, সদস্য মাসুমা বেগম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, অধ্যক্ষ গণেশচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। পরে একাডেমির বাগানে উৎপাদিত আম, জামরুল ও লিচু দু শ’র শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়।

কোটালীপাড়ায় গণতন্ত্র ও উন্নয়ন নিয়ে মতবিনিময়

কোটালীপাড়ায় এসডিসির সহযোগিতায় প্রিপ ট্রাস্টের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে স্থানীয় সরকারের নির্বাচিত ও সম্ভাব্য নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণে গণতন্ত্র,উন্নয়ন, রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক মতবিনিময় সভা এবং মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে আয়োজিত হয় এসব অনুষ্ঠান। উপজেলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সাংবাদিক মিজানুর রহমান বুলু, প্রিপ ট্রাস্টের রিজিওন্যাল ম্যানেজার শেখ ইকবাল হোসেন বক্তব্য রাখেন। শেষে প্রধান অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।

কোটালীপাড়ায় প্রকল্প কার্যক্রমের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন

কোটালীপাড়া উপজেলায় ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির বিভিন্ন প্রকল্প কার্যক্রমের মূল্যায়ন প্রতিবেদন জনসমক্ষে উপস্থাপন করা হয়। বুধবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় সংগঠন সদস্যদের অংশগ্রহণে প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, পরামর্শক জিয়ারুল ইসলাম, ইউসুফ আব্দুল্লাহ, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার কাজল এ দ্রং, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিত কুমার মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।