শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের নালিতাবাড়ীতে ‘প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নসহ সমন্বয় সাধনে স্থানীয় পর্যায়ে করণীয়’ বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এ সভার আয়োজন করে।
সনাক সভাপতি সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ মোল্লা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুর রফিক, সনাক সদস্য অধ্যাপক এনায়েত আলী, সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম, সাংবাদিক এম এ হাকাম হীরা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক জোবায়দা খাতুন স্বাগত বক্তব্য রাখেন। সনাকের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ের ওপর কার্যপত্র উপস্থাপন করেন সনাক সদস্য রাধা বিনোদ দে। অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি সভাপতি, সনাক সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাকের সহ-সভাপতি শিক্ষিকা কোহিনূর রুমা ।
সমন্বয় সভায় উপস্থিত বক্তাগণ বলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজন যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে তাহলে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং পরস্পরের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পাবে। নালিতাবাড়ী উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা অনুশীলন এবং সেবার মান উন্নয়নে নেওয়া পদক্ষেপ দেশের অন্যান্য এলাকার জন্য অনুকরণীয় হবে সেটাই সকলে প্র্রত্যাশা করেন।