সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরের জন্য পূর্ণশক্তির টেস্ট ও ওয়ানডে স্কোয়াডের নাম ঘোষণা করেছে ভারত। প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে এরকম গুঞ্জন থাকলেও তাদের প্রায় সবাই দলে রয়েছেন।
দল ঘোষণার একমাত্র চমক অপস্পিনার হরভজন সিংয়ের দীর্ঘদিন পর টেস্ট দলে ডাক পাওয়া। ২০১৩ সালে হরভজন সর্বশেষ টেস্ট খেলেন। অস্ট্রেলিয়া সফর করা সর্বশেষ টেস্ট দলের সদস্য বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়নি।
ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে ইনজুরির কারণে দলে রাখা হয়নি। তার জায়গায় একদিনের দলে এসেছেন ধাওয়াল কুলকার্নি।
১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্ট শুরু হবে। মিরপুরে ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, কেএল রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, হরভজন সিং, কর্ণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন, ঈশান্ত শর্মা।
ওয়ানডে স্কোয়াড: এম এস ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া