ভারসাম্যের জন্য একদিনের ক্রিকেটে সংস্কারের প্রস্তাব করেছে আইসিসি ক্রিকেট কমিটি

একদিনের ক্রিকেটে ব্যাটিং ও বোলিং দলের মধ্যে ভারসাম্য এনে খেলাটিকে আরও উপভোগ্য করতে আইসিসি ক্রিকেট কমিটি কয়েকটি সংস্কারের প্রস্তাব করেছে। গত ১৫ ও ১৬ মে ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত কমিটির সভায় এ প্রস্তাবগুলো আনা হয়। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলের সভাপতিত্বে ১৪ সদস্যের সভায় ক্রিকেট, ক্রিকেটার, আম্পায়ার ও মিডিয়া বিষয়ে নিয়ম সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে প্রথম ১০ ওভারে ১৫ গজ বৃত্তের মধ্যে দুজন ফিল্ডার রাখার বাধ্যতামুলক নিয়মটি উঠিয়ে দেওয়া। এ পরিবর্তন আনা হলে অধিনায়ক ৩০ গজের মধ্যে যেকোনও জায়গায় ফিল্ডারকে দাঁড় করাতে পারবে।

দ্বিতীয় প্রস্তাবনাটি ব্যাটিং পাওয়ার প্লে সংক্রান্ত। কমিটি ব্যাটিং পাওয়ার প্লে উঠিয়ে দেওয়ার প্রস্তাব করেছে। এ প্রস্তাব কার্যকর হলে ১১ থেকে ৪০ ওভারের মধ্যে ব্যাটিং দলকে পাঁচ ওভারের বাধ্যতামূলক ব্যাটিং পাওয়ার প্লে নিতে হবে না। ব্যাটিং পাওয়ার প্লেতে তিনজন খেলোয়াড়কে ৩০ গজ বৃত্তের বাইরে ফিল্ডিং রাখা যায়। এজন্য বোলিং দলের রান বন্যা ঠেকানো মুশকিল হয়ে পড়ে।

কমিটির তৃতীয় প্রস্তাবনাটি হচ্ছে স্লগ ওভারের সময় (৪১তম থেকে ৫০তম ওভার) ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচজন পর্যন্ত ফিল্ডার রাখা যাবে। বর্তমান নিয়মে স্লগ ওভারের সময় চারজন পর্যন্ত ফিল্ডার রাখা যায়।

একদিনের ক্রিকেটের এসব পরিবর্তনসহ আরও কিছু পরিবর্তনের সুপারিশের জন্য আইসিসির প্রধান নির্বাহীদের নিয়ে গঠিত কমিটির সঙ্গে আলোচনা শেষে আইসিসির বোর্ড সভায় উপস্থাপন করা হবে। আগামী ২২-২৬ জুন আইসিসি বোর্ড কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিসিবি।