একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
এ মামলায় দুই আসামি মাহিদুর ও আফসারের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। প্রথম অভিযোগে তাদের দু’জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। দ্বিতীয় অভিযোগে সংখ্যাগরিষ্ঠ মতে দু’জনকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তৃতীয় অভিযোগটি ছিল দালাল আইনে মামলা। আসামিদের আগেই দালাল আইনে শাস্তি হওয়ায় বিষয়টি রাষ্ট্রপক্ষ মামলা থেকে বাদ দেয়।
আসামিপক্ষ রায় দেখে আপিল করার কথা জানিয়েছে। অপরিদকে রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। চূড়ান্ত যুক্তি উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষ দাবি করে, মাহিদুর ও আফসারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
আসামিপক্ষ দাবি করে, এ দুজনের বিরুদ্ধে আনা একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এ জন্য তাঁদের অভিযোগ থেকে খালাস দেওয়া হোক।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাহিদুর রহমান (৮৪) ও আফসার হোসেনের (৭৫) বিরুদ্ধে অভিযোগ- মুক্তিযুদ্ধের আগে তারা মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালে তারা স্থানীয় রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতে যোগ দিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ করেন।
গত বছরের ১১ ডিসেম্বর মাহিদুর ও আফসারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ১২ জানুয়ারি। এই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১০ জন। আসামিপক্ষে কেউ সাক্ষ্য দেননি।
ট্রাইব্যুনালে এ পর্যন্ত আসা ১৮টি যুদ্ধাপরাধের মামলায় ২০ আসামির মধ্যে ১৩ জনের ফাঁসির রায় এসেছে। তাদের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড সর্বোচ্চ আদালতের রায়ের পর কার্যকর করা হয়েছে।