রংপুর-দিনাজপুরে শত কৃষককে প্রকাশ্যে ৫০ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

রংপুর থেকে জয়নাল আবেদীন: ‘কৃষক ঋণ পেতে ব্যাংকের দ্বারে দ্বারে আর কোনোদিন ঘুরবেন না বরং ব্যাংক কর্তৃপক্ষই এখন থেকে কৃষকের জমিতে এসে স্বচ্ছভাবে ঋণ বিতরণ করবেন,’ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর ড. এম শাহ নেওয়াজ আলীর এ বক্তব্যের মধ্য দিয়ে রংপুর এবং দিনাজপুর উত্তর-দক্ষিণ জোনের আওতায় ১০০ জন কৃষকের মাঝে ৫০ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে।

RANGPUR BANK LONE 096
প্রকাশ্যে কৃষিঋণ এবং পল্লীঋণ বিতরণ অনুষ্ঠান

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)’র আয়োজনে বুধবার দুপুরে মধ্যপাড়ার মধ্যশীলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে কৃষিঋণ এবং পল্লীঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাকাব চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর ড. এম শাহ নেওয়াজ আলী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহাম্মদ, দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজি, রাকাব ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল লায়েক খান, রংপুর বিভাগের জিএম আব্দুল লতিফ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক মো: রেজাউল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।