আখের দাম বাড়ানোর ঘোষণা শিল্প মন্ত্রীর

রাজশাহী  থেকে কাজী শাহেদ: আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং কৃষকদের সুবিধার্থে আগামী ২০১৫-১৬ মাড়াই মৌসুম থেকে আখের মূল্য কুইন্টাল প্রতি ২৫০ টাকা থেকে উন্নিত করে ২৭৫ টাকা করার ঘোষণা দিয়েছেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী চিনিকলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আয়োজনে আখচাষি সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি চিনি শিল্পখাতে ক্রমবর্ধমান লোকসান কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকারের নানামুখী উদ্যোগ তুলে ধরেন।

শিল্প মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য কমে যাওয়ায় দেশের চিনিকলগুলোতে উৎপাদিত মানসম্পন্ন চিনি লোকসানের মুখে পড়ছে। এসব দিক বিবেচনায় শিগগিরই কার্যকরী উদ্যোগ নিচ্ছে সরকার। মন্ত্রী আরও বলেন, দেশের চিনি শিল্প ও এর সঙ্গে জড়িত সব কৃৃষক শ্রমিক কর্মচারীদের জীবন মান উন্নয়নে তার মন্ত্রণালয় সব ধরনের সহায়তা প্রদান করবে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্মেলনে যোগ দেন দেশের ১৫টি চিনিকলের কৃষক কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।