গফরগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় গৃহবধূ সাবিকুন নাহার সেতুকে হাত পা বেধে বেধড়ক পিটিয়েছে শশুর আইনুদ্দীন, শাশুরী মেহেরুননেছা, স্বামীর বড় ভাই আবুল হাসেমসহ বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের গাইন পাড়া গ্রামে।

বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী গৃহবধূ সাবিকুন নাহার সেতুকে উদ্বার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

৭ মাস আগে  রসুলপুর গাইনপাড়া গ্রামের আইনুদ্দীনের কুয়েত প্রবাসী ছেলে আবুল হোসেন (৩২) বিয়ে করেন উপজেলার রৌহা গ্রামের ইমামূল হক রতনের মেয়ে সাবিকুন নাহার সেতুকে (২২)। মেয়ের জামাইয়ের দাবি অনুযায়ী এক লাখ টাকা যৌতুক বিয়ের দিনই পরিশোধ করেন মেয়ের বাবা  ইমামূল হক রতন।

বিয়ের এক মাস পর আবুল হোসেন বিদেশ চলে যায়। দুই সপ্তাহ আগে কুয়েত থেকে স্বামী আবুল হোসেন স্ত্রী সেতুকে ফোন করে ৫ লাখ টাকা যৌতুক দিতে না পারলে স্বেচ্ছায় তালাক দিয়ে বাপের বাড়ি চলে যেতে বলে।

নির্যাতিত গৃহবধূ সাবিকুন নাহার সেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসাধীন অবস্থায় কাঁদতে কাঁদতে বলে যৌতুক হিসাবে ৫ লাখ টাকা অথবা স্বেচ্ছায় ডির্ভোসের দাবিতে আমার শ^শুর বাড়ির লোকজন আমাকে মেরে পঙ্গু করে দিয়েছে। স্বামী বিদেশ যাবার পর থেকে ওরা আমাকে বসতঘরে আটকে রেখেছে। প্রতি রাতেই ওরা আমাকে এ যৌতুকের দাবিতে মারপিট করেছে।

এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি আবু ওবায়দা বলেন, ঘটনা শুনেছি, থানায় লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে