গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরীফ মুনির হোসেনের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ ও তাকে অপসারণের দাবিতে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে এ মানবন্ধন কর্মসূিচ পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শরীফ মুনির হোসেনর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবি জানায়। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলজিইডি কার্যালয়ে গিয়ে শেষ হয়।