দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেক এগিয়েছে: কলাপাড়ায় জার্মান রাষ্ট্রদূত

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিনজ বলেছেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেক এগিয়েছে। যেকোনও দুর্যোগ তারা দক্ষতার সাথে মোকাবেলা করছে।

বুধবার দুপুরে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা পি ভি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতি কমানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি মহড়ার সময় তিনি এসব কথা বলেন।

দুর্যোগের সময় স্বেচ্ছাসেবা কার্যক্রম নিয়ে টমাস প্রিনজ বলেন, স্বেচ্ছাসেবকরা হচ্ছেন দুর্যোগ মোকাবেলার মেরুদণ্ড এবং সমাজের ইতিবাচক পরিবর্তনকারী। তারাই দুর্যোগে সবার আগে এগিয়ে যান। তাই তাদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের যেকোনও দুর্যোগে জার্মান সরকার সব সময় পাশে থাকবে।

Thomas Prinz awarding mock drill participants
মহড়ায় অংশ নেওয়া এক ছাত্রীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জার্মান রাষ্ট্রদুত।

প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে উল্লেখ করে জার্মান রাষ্ট্রদূত বলেন, আমি খুবই খুশি যে, জার্মান সরকার আপনাদের সহযোগিতা করছে। ঘূর্ণিঝড়ের সময়ে স্বেচ্ছাসেবকরা তাদের দক্ষতা ভালোভাবে কাজে লাগাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টমাস প্রিনজ আরও তিনি বলেন, রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসে প্রথমেই উপকূলীয় উপজেলা কলাপাড়ায় আসতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়া দেখতে পেরে আমি খুবই উৎসাহিত এবং আনন্দিত।

বিশেষ অতিথির বক্তব্যে কোস্টাল লাইভলিহুড অ্যাডাপটেশন প্রজেক্ট (ক্ল্যাপ) এর প্রধান উপদেষ্টা ড. পূর্ণিমা ডরিস চট্টোপাধ্যায় দত্ত বলেন, এ মহড়া প্রমাণ করল নীলগঞ্জবাসী ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত। আমরা দীর্ঘদিন দুর্যোগ প্রস্তুতির বিষয়ে কাজ করছি। আজকের মহড়া সে কাজের সফল মঞ্চায়ন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, জার্মান উন্নয়ন ব্যাংকের (কেএফডব্লিউ) বাংলাদেশ ও নেপালের পরিচালক ডেভিড কুনজ, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক খান, বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেনসহ অন্যরা।

ওয়েভ ফাউন্ডেশন নামের বেসরকারি প্রতিষ্ঠানটি কোস্টাল লাইভলিহুড অ্যাডাপটেশন প্রজেক্ট (ক্ল্যাপ), জার্মান সরকারের উন্নয়ন সংস্থা জিআইজেড ও জার্মান উন্নয়ন ব্যাংক কেডএফব্লিউ’র সহযোগিতায় পটুয়াখালীর ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় ২০১০ সাল থেকে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি নীলগঞ্জে এ মহড়ার আয়োজন করে।

জোয়ারের পানি থামিয়ে দিল রাষ্ট্রদূতের গাড়িবহর

জোয়ারের পানিতে ফেরির বেইলি ব্রিজ ডুবে থাকায় কলাপাড়া-কুয়াকাটা সড়কের নীলগঞ্জ ফেরিঘাটে আটকা পড়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিনজের গাড়িবহর। মিনিট পাঁচেক অপেক্ষার পর ঝুঁকি নিয়ে তার গাড়িটি ফেরিতে ওঠে। অমাবশ্যার জো’র প্রভাবে বুধবার দুপুরে  সাগর ও নদীতে জোয়ারের পানি বেড়ে যায়।  এসময় আন্ধারমানিক নদের নীলগঞ্জ ফেরিঘাটের বেইলি ব্রিজ ও গ্যাংওয়ে জোয়ারে প্রায় চার ফুট পানিতে তলিয়ে যায়।

german ambassador car crossing water
ডুবে যাওয়া বেইলি ব্রিজ পেরিয়ে ফেরিতে উঠছে জার্মান রাষ্ট্রদূতের গাড়ি।

দুর্যোগ প্রস্তুতির মহড়া পরিদর্শন শেষে রাষ্ট্রদূতের গাড়িবহর কলাপাড়া ফেরার পথে এ বিপত্তি ঘটে। গাড়িবহরে উপজেলা প্রশাসন ও দাতা সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

নীলগঞ্জ ফেরিঘাটের বেইলি ব্রিজ অমাবশ্যা ও পূর্নিমার জো’র প্রভাবে পানির নিচে চলে যায়। বছরের পর বছর এ সমস্যা চলে আসলেও সড়ক ও জনপথ বিভাগ ফেরির গ্যাংওয়ে ও ব্রিজ উঁচু করার পদক্ষেপ নেয়নি। তবে এখানে নির্মাণাধীন শেখ কামাল সেতুর কাজ শেষ হলে এ সমস্যা আর থাকবে না বলে আশা করছেন তারা।