রাজশাহীতে ১২০০ ইয়াবাসহ নারী আটক

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে এক হাজার ২শ’ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে নগরীর বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকা থেকে চম্পা নামের এক নারীকে আটক করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাঠানো র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপনে খবর পেয়ে র‌্যাব গৌরহাঙ্গা এলাকায় অভিযান চালায়। চম্পা নিজের বাড়িতে রেখে ইয়াবা বিক্রি করে আসছিলেন। বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ২২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক চম্পা নগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকার মাদক ব্যবসায়ী টোটন শেখের স্ত্রী।